যেভাবে শুরু হয়েছিলো নিবরাস একাডেমি বাংলাদেশের পথচলা
২০২০ সালে যখন প্রণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে সারা দেশ ঘরবন্দি, স্কুল-কলেজ,মাদ্রাস বন্ধ থাকার দরুন প্রায় সর্বস্তরের শিক্ষার্থীর লেখাপড়ায় স্থবিরতা, ঠিক এমন মূহুর্তে কুরআন-সুন্নাহর ভাষা আরবিকে দেশের মাদ্রাসা শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের কাছে পৌছে দিতে যাত্রা শুরু করে নিবরাস একাডেমি বাংলাদেশ। যাত্রা শুরুর পর থেকে বিগত চার বছরে দেশী বিদেশী প্রায় ৩০০০+ শিক্ষার্থী নিবরাস একাডেমি থেকে বিভিন্ন কোর্স সম্পন্ন করেছে।